শেল্টার হাউজের দিবাকালীন সুবিধা ভোগী শিশুদের অধিকাংশের বাবা অথবা মা নেই। একজনের আয়ে তাদের সংসার চলে,পেশায় যিনি গৃহকর্মি অথবা গার্মেন্টস শ্রমিক। কোন কোন শিশুর বাবা মা কেউ নেই। অভিভাবকের সাথে রেল স্টেশনে বা বাস স্টপে ভিক্ষা করে জীবন যাপন করে। এরকম ২০ জন শিশুর পরিবারকে আজ উপহার হিসেবে ৭ দিনের রেশন দেয়া হয়েছে যাতে এই সংকট কালীন সময়ে তাদের কিছুটা হলেও সাহায্য হয়। কেকে ফাউন্ডেশন এভাবে সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সম্মুখ ও নেপথ্যে কাজ করে যাওয়া কেকে ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রইল শুভকামনা। যারা সাহায্য করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতেও আমাদের পাশে থাকবেন।
Leave a Reply