করোনা ও বেঁচে থাকার যুদ্ধ’ ইভেন্টের রেশন বিতরণের কার্যক্রমে গত ৭ এপ্রিল ২০২০ তারিখে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা গ্রামে বেদেপল্লীতে ১৫২ টি পরিবারকে সাহায্য করা হয়েছে। এই ডিস্ট্রিবিউশনটি হয়েছে কেকেফাউন্ডেশানের সৌজন্যে৷ ডিস্ট্রিবিউশনে কাজ করেছে কেকেফাউন্ডেশন, বন্ধু ফাউন্ডেশন অফ বাংলাদেশ ও গিভ বাংলাদেশের স্বেচ্ছাসেবকেরা।
সাতদিনের রেশনে যা দেয়া হয়েছে-
চাল ১২১৬ কেজি,
আলু ৭৬০ কেজি,
ডাল ৬০৮ কেজি,
সুজি ৭৬ কেজি,
লবন ৭৬ কেজি,
তেল ৭৬ লিটার,
সাবান(নিম) ৩০৪ পিস,
চিড়া ১৫২ কেজি,
ডিম ১৮২৪ পিস
স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে রেশন বিতরণের সার্বক্ষণিক তারা PPE (Personal Protective Equipment) এর পাশাপাশি মাস্ক, হ্যান্ড গ্লোভস, হেড কভারস পরিহিত অবস্থায় ছিল। যারা সাহায্য করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতেও আমাদের পাশে থাকবেন।
Leave a Reply